মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাটোরের বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারি কারখানাকে জরিমানা লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার! কাজিপুরে ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশের গড়িমসিতে ভিন্নখাতে প্রবাহিত হওয়ার শংকা সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর  কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত ৫ আগস্ট না হলে শিক্ষা ব্যবস্থা ও দেশ ধ্বংস হয়ে যেত রফিকুল ইসলাম বাচ্চু

সলঙ্গায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম : / ২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় সবুজ আলী শেখ হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে মাওলানা আব্দুল রশিদ তর্কবাগীশ পাঠাগারের সামনে রশিদপুর গ্রাম ও এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সবুজ আলী শেখ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবী তুলে বক্তব্য রাখেন তার মা নার্গিস খাতুন,চাচা আবুল কালাম আজাদ,ভাই ফিরোজ আহমেদ,চাচী লাভলী খাতুন, ভাই সোহেল রানা ও তার বাবা আব্দুল সালাম শেখ প্রমুখ।

নিহত সবুজ আলী শেখের মা নার্গিস ও বাবা সালাম শেখ এ সময় কান্নায় ভেঙ্গে পরেন। উক্ত মানববন্ধনে রশিদপুর ও এলাকাবাসীসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত ২০ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ন্যাশনাল ফুড ভিলেজ এর সামনে ইটভাটার পার্শে এ হামলার ঘটনা ঘটে।

নিহত সবুজ আলী শেখ সলঙ্গা থানার রশিদপুর পূর্ব পাড়া গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে। তিনি মুন্সিগঞ্জ আকিজ গ্রুপে চাকরী করতেন।সে ১০ দিনের ছুটিতে বাড়ীতে এসেছেন।

ফিরোজ আহমেদ অসুস্থ থাকায় নিহত সবুজ আলী শেখ তার ভাই কে সহযোগীতা করতে আসে।তার ভাইয়ের পরিবর্তে রাত আড়াইটার দিকে ইটভাটার সামনে গাড়ি চেক দিতে গেলে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজির পর ইটভাটার পাশে আহত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পরে নিহত সবুজ আলী শেখ এর বড় ভাই নূরনবী ফিরোজ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ ১০থেকে ১৫জনকে অজ্ঞাতনামা আসামী করে সিরাজগঞ্জ আমলী আদালতে সলঙ্গা একটি হত্যা মামলা দায়ের করেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রবিউল ইসলাম বলেন,রশিদপুর পূর্ব পাড়া গ্রামের সবুজ আলী শেখ এর মৃত্যুর ঘটনায় আদালতে হত্যা মামলা দায়ের হয়।উক্ত ঘটনায় মামলাটি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর