সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক পশ্চিমবঙ্গ ও খুলনা সড়ক সম্প্রসারণের দাবি বিজেপির, কারণ কী কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার  থানার পাশে কলেজ ছাত্র হত্যা,পুলিশ সদস্য গ্রেফতার কালিয়াকৈরে শেখ হাসিনা মোজাম্মেলসহ ২১৭ জনের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা নরসিংদী কারাগার থেকে লুট হওয়া শটগান ও চায়নিজ রাইফেলের ম্যাগজিন উদ্ধার নরসিংদীতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে পুলিশী অভিযান ঠাকুরগাঁওয়ে কৃষকদলের বর্ধিত সভা,তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি সলঙ্গায় বিএনপির সংবাদ সম্মেলন কা‌লিয়াকৈরে গভীর রাতে জ‌মি জবর দখ‌লের অ‌ভি‌যোগ চট্টগ্রামে শিপইয়ার্ডে বয়লার বিস্ফোরণ দগ্ধ ১০

সিংড়ায় আ’লীগ নেতার বাড়িতে সার মজুদ ৩০ হাজার টাকা জরিমানা

সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ / ২৫১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২২ আগস্ট, ২০২২

নাটোরের সিংড়ায় এক ইউপি সদস্যের বাড়িতে অবৈধভাবে সার মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২২ আগস্ট) দুপুরে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শালমারা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর। এসময় ইটালি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মকলেছুর রহমানের বাড়িতে ৩৬৮ বস্তা সার অবৈধভাবে মজুদ অবস্থায় পান উপজেলা প্রশাসন। মকলেছুর রহমান শালমারা গ্রামের মৃত খোরশেদ আকন্দের ছেলে। ইউপি সদসস্যের পাশাপাশি তিনি ইটালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

লাইসেন্স না থাকায় ও অবৈধভাবে মজুদ রাখার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী আ’লীগ নেতা ও ইউপি সদস্য মো. মকলেছুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত। একই সাথে আগামী ২ দিনের মধ্যে কৃষি কর্মকর্তার তদারকিতে ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে সার বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা, সিংড়া থানার উপ-পরিদর্শক মো. নুরে আলম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান, কোনো অবৈধ মজুদদার কৃত্রিম সার সংকট না করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন। অবধৈভাবে সার মজুদ রাখায় ইউপি সদস্য মকলেছুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত বছরের ২২ আগস্ট রবিবার সকালে শালমারা-বাঁশবাড়িয়া মাঠে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের গরু ইউপি সদস্যের আমন ধানের জমিতে প্রবেশ করে। এ সময় ইউপি সদস্য ও তার লোকজন ১১টি গরু বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে ওই দুই কৃষক উপস্থিত হলে ইউপি সদস্য মকলেছ আলী কৃষক বেলায়েতকে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং অপর কৃষক শাহাদতকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
নির্যাতিত কৃষক শাহাদত হোসেনের ছেলে মেজর আলী ইউপি সদস্য মকলেছ আলীর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর