রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর  কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত ৫ আগস্ট না হলে শিক্ষা ব্যবস্থা ও দেশ ধ্বংস হয়ে যেত রফিকুল ইসলাম বাচ্চু গাকৃবিতে আন্ত:অনুষদ ও আন্তঃহলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বারি’তে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ব্রিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ভাষা শহীদদের প্রতি নিসআ’র গাজীপুর মহানগর শাখার শ্রদ্ধা নিবেদন সলঙ্গায় আহত রিয়াজকে দেখতে গেলেন বিএনপি নেতা আমিরুল

সিরাজগঞ্জের সলঙ্গায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মতিন সরকার / ৩৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় থানার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় ফুট ভিলেজ হোটেলের সামনে যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। আটকরা হলেন-খোকন মিয়া (৩৫), পারভেজ মোশারফ বাকী (২২)।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে ফুট ভিলেজ হোটেলের সামনে ঢাকা হতে ঠাকুরগাঁওগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার,সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর আভিযানিক দল ফুট ভিলেজ হোটেলের সামনে ঢাকা হতে ঠাকুরগাঁওগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ বি-বাড়িয়া জেলার কসবা থানার মন্দভাগ নোয়াপাড়া গ্রামের আঃ হামিদ মিয়া ছেলে খোকন মিয়া (৩৫) ও কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার দক্ষিণ শশীদল গ্রামের মিজানুর রহমানের ছেলে পারভেজ মোশারফ বাকী (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাহাদের নিকট হইতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল এবং নগদ ৪ হাজার ৪ শত ৫০ টাকা জব্দ করা হয়েছে।

আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে সিরাজগঞ্জেসহ আশপাশের এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর