বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনহ ২ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক: / ২২৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২০ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় ১শত গ্রাম হেরোইনসহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ সদস্যরা।

শুক্রবার গভীর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ সদর দপ্তরের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালানা করা হয়। এসময় ১শ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলো,রাজশাহীর গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রামের আব্দুর রশিদের ছেলে দুরুল হুদা(২৫),ও মজিবর রহমান মঞ্জুরের ছেলে শাহদত হোসেন(২৯)।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ শনিবার বেলা ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার গভীর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ সদর দপ্তরের সামনে গোপন সংবাদের ভিক্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালানা করা হয়।

এসময় ১শ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়। পরে আটককৃত মাদক কারবরীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের কে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর