সিরাজগঞ্জের সলঙ্গায় ৯০ লক্ষ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জের সলঙ্গায় ৯ শত গ্রাম হেরোইনসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২।
মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকেলে গোপন সাংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার রামারচর এলাকায় নেছারিয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে আনুমানিক মূল্য ৯০ লক্ষ টাকার ৯ শত গ্রাম হেরোইন সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এছাড়াও তাহার নিকট হইতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ও নগদ ৪ হাজার ৫ শত ৪৪ টাকা জব্দ করা হয়।
মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার আমনুরা লক্ষীপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৩)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে, উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।