সিরাজগঞ্জে জেলেদের মাঝে ভিজিএফ চাউল বিতরণ
জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে জাটকা আহরণকারী জেলেদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ও কালিয়া হরিপুর ইউনিয়নের মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ বিতরণ করা হয় এবং মৎস্যজীবীদের জাটকা আহরণ বিষয়ে সচেতনকরণ আলোচনা অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারী ও মার্চ মাসের জন্য প্রতিজন জেলেকে ৮০ কেজি করে সয়দাবাদ ইউনিয়নের ১৩৪ জনকে এবং কালিয়া হরিপুর ইউনিয়নের ৯০ জনকে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল হতে দুপুর পর্যন্ত উক্ত ভিজিএফ চাউল বিতরণ এর উদ্বোধন ও সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। এসময়ে কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সবুর আলী শেখ, আওয়ামী মৎস্যজীবী লীগ, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বি সহ, উভয় ইউনিয়নের সচিবগণ, আওয়ামী মৎস্যজীবী লীগ, সিরাজগঞ্জ জেলা ও সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং সুফলভোগী মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন ।