সিরাজগঞ্জে সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের অ্যাম্বুলেন্স ও চাবি হস্তান্তর
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড কর্তৃক আঞ্জুমান মুফিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার নিকট অ্যাম্বুলেন্স ও চাবি হস্তান্তর করা হয়েছে। ইসাবেলা ফাউন্ডেশন সিরাজগঞ্জের সার্বিক সহযোগিতায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক ও প্রধান উপদেষ্টা এবং পানি সম্পদ মন্ত্রণালয় সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
শনিবার (২৪ সেপ্টেম্বর)সকাল ১১ টায় সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের হলরুমে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আঞ্জুুমান মুফিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি তৌফিকা আহামেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম বার পিপি এম বার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড জেনারেল ম্যানেজার মোঃ আব্দুস ছালাম খান, সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার জাহাঙ্গীর আলম, আঞ্জুমান মুফিদুল ইসলাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক শামসুল আলম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার চেয়ারম্যা এস,এম সাইদুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম সান্টু, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিৎ কুমার সরকার, যোবায়ের হোসেন মোঃ মিল্টন হোসেন, মোঃ জাকির হোসেন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমাজসেবক হাজী আব্দুস সাত্তার অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের বহন করার জন্য এ অ্যাম্বুলেন্স হস্তান্তর করায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডকে ধন্যবাদ জানান। তারা মানবতার কল্যাণে কাজ করছেন।
আর আঞ্জুমান মুফিদুল ইসলাম সংস্থাটি প্রথম থেকেই বেওয়ারিশ মুসলমানদের লাশ যথাযথ ধর্মীয় প্রক্রিয়ার মাধ্যমে দাফনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করলেও পরবর্তী হতে নানাবিধ সমাজকল্যাণীয় কর্মকাণ্ডে কাজ চালিয়ে যাচ্ছে। এবং সকল ধর্মের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে।