সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল ২ এর জমির মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে অর্থনীতি অঞ্চল ২ প্রকল্পের ৮ টি মৌজার জমির মালিকদের পাওনা টাকা পাবার বিষয়ে আন্দোলনরত জমির মালিকদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক লে. কর্নেল মাহাতাব উদ্দিন, নবাগত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) , পিএম ( বার) পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আব্দুর সামাদ তালুকদার প্রমুখ।
এসময় ৮ টি মৌজার জমির মালিকদের পক্ষে স্বার্থ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দরা ও কয়েকজন মালিকরা তাদের বক্তব্যে জানান, গত পাঁচ বছর ধরে আমাদের জমি সরকার নিলেও আমাদের ন্যায্য মূল্য পরিশোধ করেনি, তাই যতক্ষণ পর্যন্ত আমাদের জমির মূল্য দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই জমিতে আর কোন কাজ করতে দেওয়া হবে না। আমাদের আন্দোলন চলমান থাকবে।
এসময় সরকারের পক্ষ থেকে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ও পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার জমির মালিকদের আশ্বাস দিয়ে বলেন, কিছু জটিলতার কারনে জমির মালিকেরা তাদের টাকা পাইনি। আগামী এক মাসের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে। এর মধ্যে প্রকৃত জমির মালিকদের অর্থ প্রদানের ব্যবস্থা করা হবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি, মোঃ মাসুম বিল্লাহ, আবু বকর সিদ্দিক, ইশরাত জাহান, আফিফান নজমু, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম সান্টু সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দের একাংশ এবং সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল ২ এর ৮ টি মৌজার জমির মালিকগন ।