শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০২ অপরাহ্ন

হরতাল সফল করতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২০ আগস্ট, ২০২২

বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল সফল করতে গাজীপুরের কোনাবাড়িতে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা ও কোনাবাড়ী বাম জোটের নেতাকর্মীরা। আগামী বৃহস্পতিবার ২৫ আগস্ট জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যপণ্য সহ নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া কমানো, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর পায়তারা বন্ধের দাবিতে এ হরতালের ডাক দিয়েছে জোটটি।

শনিবার (২০ আগষ্ট)  বিকেলে গাজীপুরের কোনাবাড়িতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন  গাজীপুর জেলা বাসদ (মার্কসবাদী) এর সভাপতি মোঃ মাসুদ রেজা, সাধারণ সম্পাদক জালাল হোসেন, কেন্দ্রীয় মহিলা ফোরামের সদস্য (বাসদ) তাসলিমা আক্তার বিউটি, কোনাবাড়ি থানার সাধারণ সম্পাদক জামাল হোসেন সদস্য, নিপেন মারারসহ অন্যান্য নেতৃবৃন্দ   ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর