আগামী ৫ এপিল অনুষ্ঠিত হবে মালিক সমিতির নির্বাচন

মো: আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা: আগামী ৫ এপ্রিল ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বাস-মিনিবাস,কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ভোটারদের মধ্যে আনন্দ উচ্ছাস লক্ষ করা গেছে।
নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস-মিনিবাস,কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার এ্যাডভোকেট জয়নাল আবেদীন।
নির্বাচন কশিনার দেয়া তথ্য মতে, ১৫ মার্চের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৬ মার্চ থেকে ১৯ মার্চ ভোটারের নাম সংশোধন, ২০ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২২ মার্চ মনোনয়ন পত্র ক্রয়, ২৪ মার্চ মনোনয়ন পত্র দাখিল ও বাছাই,২৫ মার্চ প্রার্থীর তালিকা প্রকাশ, ২৭ মার্চ মনোনয়ন প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে নির্বাচন।
এদিকে ভোটাকে ঘিরে সকল ভোটারদের উচ্ছ্াস লক্ষ করা যায়। ভোটাররা বলছেন শান্তিপূর্ণ পরিবেশই অনুষ্ঠিত হবে ভোট। তবে ভোটে থাকতে হবে নিজস্ব ভোট দেয়ার অধিকার।
কামাল হোসেন,আব্দুস সাত্তার সহ বেশ কয়েকজন ভোটার বলেন,একটা সমিতিতে ভোট হবে এটা স্বাভাবিক। এখানে প্যানেল হতেই পারে। তবে আমরা আমাদের ভোট দিবো। আমরা এই ভোট নিয়ে উচ্ছাসিত। যারা সকলকে সাথে নিয়ে কাজ করবে,সকলের মঙ্গল দেখবে তাদেরকে আমরা ভোট দিবো। তবে নির্বাচন কমিশনার কাছে আবেদন থাকবে যাতে ভোটে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
জেলা বাস-মিনিবাস,কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার এ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, ইতিমধ্যে ভোটের কার্যক্রম চলমান রয়েছে। সকল ভোটার অনেক উচ্ছাসিত এটা আমিও লক্ষ করেছি। আমরা চেষ্টা করবো যাতে করে একটা সুষ্ঠু সুন্দর ভোট এখানে উপহার দিতে পাড়ি। এখানে সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পাড়বে। আমাদের কার্যক্রম চলমান আছে।