ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দলের নেতা হানিফ সরকার

নিজস্ব প্রতিবেদকঃ
কোনাবাড়ী থানার সর্বস্তরের জনগন ও পেশাজীবি মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কোনাবাড়ী থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য ও কোনাবাড়ি থানা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হানিফ সরকার।
শুভেচ্ছা বার্তায় হানিফ সরকার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শওকত হোসেন সরকার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক মো. রাজীব আহসান এবং গাজীপুর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন ও সদস্য সচিব হালিম মোল্লার পক্ষ হতে দেশের সকল পেশাজীবী মানুষকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
এ সময় হানিফ সরকার আরও বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল মুসলমানকে জানাই ঈদের শুভেচ্ছা ( ঈদ মোবারক)।