উল্লাপাড়ায় ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে উল্লাপাড়ার দিবরগঞ্জ এলাকার আলহাজ্ব আহমদ আলী দাখিল মাদ্রাসায় অনিয়ম করে স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। একটি প্রভাবশালী মহল গঠনতন্ত্র উপেক্ষা করে আইন লঙ্ঘন করে পছন্দের লোকজন দ্বারা গত সোমবার (২৭ মে) একটি পকেট কমিটি গঠন করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বুধবার (২৯মে) উপজেলা প্রশাসনসহ চরটি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন অভিবাবক সদস্যরা।
অভিযোগ সুত্রে জানাযায়, কোন প্রকার নোটিশ, মাইকিং, প্রচার প্রচারনা ছাড়া আমাদেরকে অবহিত না করে সুপারিনটেনডেন্টসহ এলাকার কিছু স্বার্থন্বেসী নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য
গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে সমন্বয় না রাতের অন্ধকারে গোপনভাবে নিজেদের মনগড়া ভাবে কমিটি গঠন করেছেনন।
সরকারী বিধি না মেনে অবৈধভাবে এই কমিটি গঠন করায় অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তিবর্গের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার কারনে ভবিষ্যতে মাদ্রাসা আরো ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা রয়েছে।
সরেজমিনে তদন্ত পূর্বক অবৈধ কমিটি বাতিল করতঃ সরকারী বিধি মোতাবেক অত্র মাদ্রাসার কমিটি গঠন করে মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন ও সঠিকভাবে পরিচালনার লক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করাছে স্থানীয় অভিবাক সদস্য ও স্থানীয়রা।
অভিযোগ পত্রটি উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার, সিরাজগঞ্জ জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা’র কাছে মাদ্রসার ৬ জন শিক্ষার্থীর অভিভাবক সদস্য এ অভিযোগ করেন।
আলহাজ্ব আহমদ আলী দাখিল মাদ্রাসার সুপার মোঃ সেফায়েত উল্লাহ্ বলেন, গত সোমবার (২৭মে) নির্বাচনের মাধ্যমে একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন উপস্থিত থেকে মোতালেবকে সভাপতি নির্বাচিত করেছেন।
উল্লাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন বলেন,নির্বাচনের মাধ্যমে সভাপতি গঠন করা হয়েছে। রাতের অন্ধকারে কমিটি গঠন করা হয়নি। হারিকেন জ্বালিয়ে দিনের আলোতেই সভাপতি নির্বাচিত করা হয়েছে।
উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ,কে,এম শামছুল হক বলেন, এবিষয়ে আমি কিছু জানি না,আপনি একাডেমিক সুপারভাইজারের সাথে কথা বলেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন ,যদি গোপনে ম্যানেজিং কমিটি করা হয়ে থাকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য সাম্প্রতিক দাখিল পরীক্ষা ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করলে এক জনও পরিক্ষায় পাশ করেন নি।