উল্লাপাড়ায় রোপা আমনের ভিতরে সরিষা বিজ রোপন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোপা আমন ধান ফসল জমিতে থাকাকালে সরিষা ফসলের আবাদে বীজ বোনা হচ্ছে। উপজেলা কৃষি বিভাগের রিলে ফসল প্রযুক্তিতে বিভিন্ন মাঠে আগ্রহী কৃষকেরা এর আবাদে সরিষা বীজ ছিটিয়ে বুনছেন।
জানা গেছে,উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর থেকে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পে (১ম সংশোধিত) এবারে তিনটি ইউনিয়নের তিনটি মাঠে রিলে ফসল (আমন ধান-সরিষা) প্রদর্শনী প্লট করা হয়েছে।
সরজমিন গিয়ে দেখা যায়,উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের অলিদহ ব্লকের ভট্টামাঝুরিয়া এলাকার মাঠে রোপা আমন ধান ফসলের এরই মধ্যে পেকে ওঠছে।আর পাকা ধানের ভিতর সরিষা বীজ ছিটিয়ে বুনছেন কৃষকেরা। বীজ ছিটানোর জন্য সহযোগিতা করছেন উল্লাপাড়া উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার সুরুজ্জামান।
উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সূমী জানান, রিলে ফসল প্রযুক্তিতে মাঠের জমিতে রোপা আমন ধান ফসল আছে। এরই মাঝে জমিতে সরিষা ফসলের আবাদে সরিষা বীজ ছিটিয়ে বোনা হচ্ছে। এতে সরিষা ফসলের আবাদে কৃষকদের জমি তৈরিতে হালচাষ করতে হচ্ছে না। বিনা চাষে এর আবাদ করা হচ্ছে। ধান জমিতে আগাছা না থাকায় বীজ সরাসরি মাটিতে পড়ছে। এ ছাড়া সরিষা ফসলের আবাদে চালু নিয়মে হালচাষ পর আগাছা বাছাই আর আগে রাসায়নিক সার সরিষা বীজ বোনার জমিতে ব্যবহার করতে হয়। সেখানে রিলে ফসল প্রযুক্তিতে রোপা আমন ধান কাটার এক-দেড় সপ্তাহ আগে বীজ বোনা হচ্ছে। রোপা আমন ধান কাটার আগে এরই মধ্যে সরিষার বীজ থেকে চারা গজাচ্ছে। ধান কাটার পর দরকার মত রাসায়নিক সার জমিতে ছিটিয়ে বোনা হয়। কৃষকদেরকে জমিতে হালচাষ ও জমি তৈরি বাবদ টাকা খরচ করতে হচ্ছে না। সরিষা আবাদ আগাম করা হচ্ছে বলে আগাম ফসল ঘরে ওঠবে।