উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ২০২৩-২৪ ইং অর্থ বছরে রবি মৌসুমে উফশি বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় -ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধান বীজ ও সার বিতরণ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে উল্লাপাড়া উপজেলা চত্বরে কৃষি প্রণোদনা আওতায় উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩’হাজার ৫’শত কৃষকদের মাঝে জন কৃষককে ৫ কেজি করে ধান বীজ ও ১০ কেজি করে এমওপিও সার ১০ কেজি ডিওপি সার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ হাফিজুর রহমান হাফিজ, কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম স্বপন
প্রমুখ।
স্বাগত বক্তব্যে রাখেন এবং সার্বিক দায়িত্বে ছিলেন – উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী।
এসময়ে অনুষ্ঠানে -উল্লাপাড়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আসয়াদ বিন খলিল রাহাত মোঃ শাহাবুদ্দিন আহমেদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন সহ সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।