শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনবাড়ীতে ইয়াবাসহ আটক-১ আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার, থানায় অভিযোগ আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার, থানায় অভিযোগ টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার কোনাবাড়িতে ঝুট গোডাউনে আগুন,নিয়ন্ত্রণে ৪ ইউনিট কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র ৩৪ বস্তা চাউল উধাও

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৯৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৮ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালেকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাউল আত্মসাতের অভিযোগ উঠেছে। ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের ন্যায় উপজেলার সদর ইউনিয়নে বরাদ্দ আসে ১৪৩০ জনের নামে ১৪.৩০ টন চাউল।

গত ২২জুন নির্ধারিত কার্ডের অনুকুলে বিতরন শেষে ৩৪বস্তা চাউল বেঁচে যাওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পরে উপজেলা প্রশাসন। উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে অতিরিক্ত চাউলগুলো ইউনিয়ংন পরিষদের গোডাউনে রেখে দেয়া হয়। পরবর্তীতে গত ২৭জুন পিআইও এবং ট্যাগ অফিসারের অনুমতি ব্যতিরেকে চেয়ারম্যান আব্দুস সালেক গোপনে ৩৪বস্তা চাউল বিক্রি করে দেয়। বিষয়টি জানাজানি হলে ইউনিয়নবাসীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাউল আত্মসাতের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন উপকারভোগীরা।

এ বিষয়ে ট্যাগ অফিসার আব্দুল আওয়ালের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ভিজিএফ’র চাউল বিক্রির বিষয়ে আমি কিছু জানিনা।

এ বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালেকের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টাতে এড়িয়ে যায় এবং সামনা সামনি কথা বলবে বলে জানান।

এ বিষয়ে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদকে বার বার ফোন দিলেও পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. উজ্জল হোসেন জানান, ভিজিএফ এর চাউল অবশ্যই তালিকাভুক্ত সাধারন মানুষের মধ্যে বিতরণ করার কথা। তবে জব্দ করা চাউল পিআইও কি উদ্দেশ্যে জব্দ করেছে বা কোথায় রেখেছেন এবং সে চাউল কি করা হয়েছে সেটা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর