এনায়েতপুরে খাজা সিরাজুল হকের ফাতেহা শরীফ অনুষ্ঠিত
উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক ওলিয়ে কামেল সিরাজগঞ্জের হযরত শাহ সুফি খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর একমাত্র ভাতিজা ও সার্বক্ষনিক খাদেম খাজা সিরাজুল হক (রঃ) এর ২১তম ফাতেহা শরীফ উদযাপিত হয়েছে।
শুক্রবার মাজার জিয়ারত, ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় অত্যন্ত তাৎপর্যের সাথে দিন ব্যাপী দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে এদিন বাদ মাগরিব দরবার শরীফে মিলাদ মাহফিল, ফাতেহা পাঠ করা হয়।
পরে দরবার শরীফের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ আব্দুল আওয়ালের মোনাজাতে মরহুমার আত্মার শান্তি সহ বিশ্ব মুসলিম উম্মার মঙ্গল কামনা করা হয়। এতে খাজা সিরাজুল হক (রঃ) এর আওলাদ গন ও ভক্ত জাকেররা অংশ নেয়।