রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

ঐকবদ্ধ গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র হলেন ফারুক হাসান

অনলাইন ডেক্স / ৫১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

গণঅধিকার পরিষদের দুটি গ্রুপ একীভূত হয়ে পথ চলা শুরু করেছে গত ৩১.১২.২০২৪ থেকে। আজকে গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসানকে দলীয় মুখপাত্র (উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহ-সভাপতি পদমর্যাদায়) ঘোষণা করে দলের ঐকবদ্ধ কমিটি প্রকাশ করেছে দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান।

নবনির্বাচিত দলীয় মুখপাত্র ফারুক হাসান বলেন, গণঅধিকার পরিষদ বিগত দেড় বছর বেশকিছু মতপার্থক্যের কারনে আলাদাভাবে পথ চলছিল। কিন্তু ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবে তরুণদের নেতৃত্ব বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয়। দেশ ও জাতি এখন তরুণদের ঐকবদ্ধ দেখতে চায়, তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তরুণদের ঐকবদ্ধ করতেই আমরা গণঅধিকার পরিষদকে একীভূত করেছি।

একইসাথে আমরা বিশ্বাস করি, ২০২৪ সাথের বিপ্লবের নেতৃবৃন্দ মানে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব ও আমরা খুব শীঘ্রই ঐকবদ্ধ হয়ে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর