শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাল্যবিয়ের বলি স্কুল ছাত্রী আশামনি আইনি লড়াইয়ের নেই বিয়ের কাবিন! সলঙ্গায় ব্যবসায়ী পাওনা টাকা চাওয়ায় ভুক্তভোগী নামে আদালতে মামলা শার্শায় সেপ্টেম্বর অন যশোর রোড এর মনুমেন্ট উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার কুটির শিল্প মেলার আড়ালে চলতো জুয়া, মধ্য রাতে বন্ধ করে দিলো পুলিশ মে দিবসে একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সেবা প্রদান কাজিপুরে মহান মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা  উল্লাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক মহান মে দিবস পালিত গাজীপুরস্থ বরিশাল একতা ক্লাবের আত্ম প্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেনাপোল – যশোর সড়কের শতবর্ষী ঝুঁকিপূর্ণ গাছ কাটার নির্দেশ জয়পুরহাটে বাহাস নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাঁচি হাতে কৃষকের জমিতে সকালেই হাজির উপজেলা চেয়ারম্যান

এন এ জোহা,গাইবান্ধা প্রতিনিধিঃ / ১৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

গাইবান্ধার নাকাই ইউনিয়নের একজন দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ।

শনিবার (২৯ এপ্রিল) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের উত্তর পোগইল মাগুড়ার বিলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কৃষকের ৬৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দেন তিনি।

শ্রমিক সংকট থাকায় উপজেলার নাকাই ইউনিয়নের উত্তর পোগইল গ্রামের দরিদ্র কৃষক রেজাউল হকের জমির পাকা ধান কাটতে পারছিলেন না। বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধানের নজরে আসে। পরে তিনি নেতা-কর্মীদের নিয়ে ওই কৃষকের ধান কেটে মাড়াই করে দেন।

কৃষক রেজাউল হক বলেন, ‘জমিতে বোরো ধানের চাষ করেছি। ফলনও এবার ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় কাটতে পারছিলাম না। সকালে ক্ষেতে গিয়ে দেখি কাঁচি হাতে একদল লোক ধান কাটছেন। কাছে গিয়ে দেখতে পাই উপজেলার চেয়ারম্যানও ধান কাটছেন। চেয়ারম্যানকে দেখে আমি অবাক হই।’ চেয়ারম্যানের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গোবিন্দগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মো. আব্দুল লতিফ প্রধান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা দলীয় লোকজন নিয়ে কয়েক দিন থেকে কাঁচি হাতে নিয়ে কৃষকদের ধান কেটে দিচ্ছি । দরিদ্র কৃষকের যেকোনো সংকটে আমরা কাজ করে যাবো। এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছি। এই দুঃসময়ে প্রত্যেকের কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের সকলের প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর