শিরোনামঃ
ঝিকরগাছায় জমি দখলে বাধা দেয়ায় একই পরিবারের ৫ জনকে মারপিট একঘরেই তিন প্রার্থী যশোরের শার্শায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ যশোরে অভিযানে মাদকসহ দুইজন আটক রক্ষা পেল প্রতারক চক্রের হাত থেকে প্রায় ৩০০ অভিবাসী নারী-পুরুষ আগামীকাল অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা শুরু গাজীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু উল্লাপাড়ায় মোটরসাইকেল নির্বাচনী প্রচারণায় হাজারো মানুষের ঢল বেনাপোলে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সোহরাবের গণজোয়ার নির্বাচন ও বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে টানা ৫ দিন বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ সিরাজগঞ্জে ২১৬ কে‌জি গ‌াঁজাসহ গ্রেফতার-২  উপজেলা পরিষদ নির্বাচনে চাচা-ভাতিজার লড়াই! সাধারণ ভোটাররা শঙ্কায় পতেঙ্গা সৈকত ঘিরে মাস্টার প্ল্যান তৈরিসহ একগুচ্ছ সিদ্ধান্ত কর্মপরিধি বাড়ছে জাতীয় হেল্পলাইন কল সেন্টারের উত্তরের যোগাযোগে আসবে গতি চট্টগ্রাম বন্দরে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আবুধাবি পোর্ট গ্রুপ হেমায়েতপুরে হবে বহুতল টার্মিনাল চাহিদার চেয়ে ২৩ লাখের বেশি পশু প্রস্তুত দেশকে আরও এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই: পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল একটা জাগরণ : নানক শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার:

কাজিপুরের চরগিরিশে জমি সংক্রান্ত শত্রুতার জেরে একাধিক মিথ্যা মামলার অভিযোগ

কলমের বার্তা / ৩৫৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৮ মার্চ, ২০২৩

কাজিপুর উপজেলার চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের দক্ষিণ ছালাল গ্ৰামে পরিবারিক জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে ঘায়েল করতে ১০ দিনের ব্যবধানে একাধিক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে হরমুজ ব্যাপারী ও নুরুল ইসলাম নামের সহদরের বিরুদ্ধে। তারা ছালাল গ্ৰামের মৃত আফজাল শেখের পুত্র।

গত ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে মোকাম-কাজিপুর থানা আমলী আদালতে হরমুজ ব্যাপারী (৫০) বাদী হয়ে ৬ জনকে আসামি করে রুজুকৃত মামলা সূত্রে জানা যায়, গত (২৪ ডিসেম্বর) তারিখে হরমুজের দখলে থাকা ২ একর জমিতে রোপণকৃত ইরি ধানের চারায় বিষ প্রয়োগ করে ২ লক্ষ ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং পূর্ব থেকেই বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলো। এ ঘটনায় গত ৮ মার্চ বিবাদী শাহজাহান আলী, বাদশা মিয়া, হোসেন আলীসহ স্থানীয় বয়োজ্যেষ্ঠ জন এবং স্থানীয়রা ধান ক্ষেত পরিদর্শন শেষে মন্তব্য করেন যে, ধানের চারা সতেজ আছে, বিষ প্রয়োগ হলে ধানের চারা বিনষ্ট হয়ে যেতো।

গত ৫ মার্চ ২০২৩ ইং তারিখে একই আদালতে দায়েরকৃত মামলার বাদী নুরুল ইসলাম (৫২), পূর্বের মামলার বাদীর আপন ভাই, পিতা মৃত আফজাল শেখ, গ্ৰাম ছালাল। আসামী ১০জন এবং সাক্ষী ৬ জন। মামলা সূত্রে জানা গেছে, গত ০৪/০৩/২০২৩ ইং তারিখ সকালে বাদীর ভাই ভিকটিম হরমুজ আলী কন্টকী জমির ধানের চারায় সেচ দিতে গেলে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে গরু জবাইয়ের ছুরি, লোহার রডসহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে আক্রমন চালিয়ে হরমুজ আলীর মাথায় ডান পাশে রক্তপড়া কাঁটা জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মক জখম করে। পরবর্তীতে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতাল সিরাজগঞ্জে চিকিৎসাধীন আছেন। জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা: শামীমুল তাকে সেবা দেন।

এই মামলার প্রেক্ষিতে ভুক্তভোগী আসামী দুলাল (৫৫), এজবার (৪০), শাহজাহান (৩০), বাদশাসহ স্থানীয়রা জানান, জমিতে পানি দিতে এসে হরমুজ আলী প্রতিপক্ষের বৌ-ঝিদের সাথে অশালীনভাবে গালিগালাজ করে। পরনের লুঙ্গি উঁচিয়ে মহিলাদের সাথে অশ্লীল আচরণ করে।
্অশালীন কার্যকলাপ ও অশ্লীল কথাবার্তায় ক্ষিপ্ত হয়ে মহিলা ও কিশোররা হরমুজকে গাছের সাথে বেঁধে রাখলে স্থানীয় মুরব্বিদের সহায়তায় সে অক্ষত অবস্থায় ছাড়া পায়। সে সময় আসামিরা কেউ বাড়িতে ছিলোনা। এ মামলায় ২ নং সাক্ষী আহম্মদ আলী (৫৫) এবং ৩ নং সাক্ষী কানু মিয়া বলেন, আমরা হরমুজকে বাঁধন খুলে মুক্ত করি, মুক্ত হবার সময় তার মাথায় কোনো জখমের চিহ্ন দেখিনি। কাঁটা জখম থাকলে রক্তপাত হতো। ভুক্তভোগী আসামিরা আরো জানায়, প্রতিপক্ষ তাদের আত্মীয়, আইন অনুযায়ী পারিবারিক জমি ভাগবাটোয়ারা হয়েছে, এ নিয়ে কারো কোনো অভিযোগ নেই, মালিক অনুযায়ী জমি দখলে আছে, বাদী পক্ষ মামলাবাজ, ইতোপূর্বে তারা হিংসাত্মকভাবে হয়রানি করার উদ্দেশ্যে ৭ ধারায় মামলা করেছিলো, তারা পরাজিত হয়েছে। এ বিষয়ে পার্শ্ববর্তী মনসুর নগর ইউ পি সদস্য আলী আশরাফ জানান প্রতিপক্ষের ক্ষতি ও হয়রানির উদ্দেশ্যে এই মামলাগুলো হচ্ছে। চরগিরিশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মালেক জানান, বিষয়টি অবগত আছি, দুপক্ষ রাজি থাকলে সামাজিকভাবে মিমাংসা সম্ভব। চরগিরিশ ইউপি চেয়ারম্যান এস এম জিয়াউল হক জানান, মামলার আগে দুপক্ষ যোগাযোগ করেনি, আদালত যদি ইউনিয়ন পরিষদের উপর দায়িত্বভার দেয় তবে কার্যকরী ব্যবস্থা নেয়া যাবে। এ বিষয়ে মামলার বাদীদের সাথে যোগাযোগ করে বক্তব্য পাওয়া যায়নি।

193


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর