কাজিপুরের বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মাননায় দাফন সম্পন্ন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঘাঁটি শুভগাছা গ্ৰামের মৃত পচা বেপারির ছেলে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সোমবার (২৪ মার্চ) ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৫ বছর। তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি ভারতে প্রশিক্ষণ শেষে ৭ নং সেক্টরের বিভিন্ন রণাঙ্গনে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। একই দিন বাদ জোহর কাজিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা “গার্ড অব ওনার” প্রদান করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এবং কাজিপুর থানা পুলিশের ওসি নূরে আলম ও পুলিশের চৌকস একটি দল উপস্থিত ছিলেন। মরহুমের সহযোদ্ধাগণ, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ ও মরহুমের পরিবারবর্গ জানাজা নামাজে অংশ গ্ৰহণ করেন। মরহুম ৭ কন্যা ও ৩ পুত্র সন্তানের জনক ছিলেন। জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।