কাজিপুরে আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এ বালকদের বিভাগে কাজিপুর পৌরসভা এলাকায় আলমপুর মডেল সরকারি বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গত ৫ জুন আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা প্রতিদ্বন্দ্বী মাছুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে ১-১ গোলে অমিমাংসিত থাকলে টাইব্রেকারে ফলাফল নির্ধারণ করা হয়।
এছাড়াও বালিকা বিভাগে কবিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় দল আলমপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এই খেলাটিও ১-১ গোলে সমাতা থাকে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কাজিপুর পৌরসভা মেয়র আব্দুল হান্নান তালুকদার। আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহতাবুর রহমান সৈনিকের সভাপতিত্বে প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।