কাজিপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভা
কাজিপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯ অক্টোবর দিবসটি পালন উপলক্ষ্যে কাজিপুর থানা কর্তৃক আয়োজিত ও উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওসি শ্যামল কুমার দত্ত পিপিএম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। সাব ইন্সপেক্টর শাহীন মাহমুদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, বাংলাদেশ আওয়ামী লীগের কাজিপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, সাবেক পৌর মেয়র জি এম তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম,বাংলাদেশ আওয়ামী লীগ সোনামুখী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কাজিপুর থানা কমিউনিটি পুলিশিং সদস্য ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য জুঁই পারভীন,পৌর কমিউনিটি পুলিশের আহ্বায়ক আব্দুস মান্নান তালুকদার, কাজিপুর প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সোবহান চাঁন, কাজিপুর উপজেলার ১২ টি ইউপি চেয়ারম্যানের পক্ষে মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমোহর।
উপস্থিত ছিলেন, সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, গান্ধাইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেনসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জাতীয় শ্রমিক লীগ কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম। পুলিশ ও গ্ৰাম পুলিশের সদস্যরা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং এ বিশেষ ভূমিকা রাখার জন্য সোনামুখী ইউপি কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক শ্রেষ্ঠ সিপিএম এবং সাব ইন্সপেক্টর শাহীন মাহমুদকে শ্রেষ্ঠ সিপিও হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনায় বক্তারা বাংলাদেশ সরকারের পুলিশি সেবা জনসাধারণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে বাহিনীর সকলকে আরো সচেষ্ট ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে মাদক নির্মূলে বিশেষ ভূমিকা কামনা করেন।