কাজিপুরে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে নাগরিক ঐক্যের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের কাজিপুরে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার মাহফিল ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখা। শনিবার ২৯ মার্চ কাজিপুর পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। বক্তব্যে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান শেষ হয়নি, পূর্ণ সুফল না আসা পর্যন্ত চলবে, এ সময় তিনি অভ্যুত্থানে আহতদের ভূমিকা ও সাহসীকতার ভূয়সি প্রশংসা করেন এবং পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি তার দল নাগরিক ঐক্যের মতাদর্শ তুলে ধরে জনসাধারণকে সচেতন হতে আহ্বান জানান। এ সময় আরো বক্তব্য রাখেন, নাগরিক ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোকলেসুর রহমান সবুজ, কাজিপুর উপজেলার প্রধান সমন্বয়কারী জিসান প্রমূখ। জুলাই অভ্যুত্থানে আহতরা ছাড়াও সিরাজগঞ্জ জেলা ছাত্র ঐক্যের আহ্বায়ক রকিবুল ইসলাম সোনাইসহ দলটির সিরাজগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।