কাজিপুরে বালু নিংড়ানো পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্ৰামে স্তুপাকারে রাখা বালু নিংড়ানো পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ৭ মার্চ দুপুরের এই ঘটনায় পর পরই স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। মৃত্যু বরণকারীরা হলো বিলচতল গ্ৰামের হাফিজুর রহমানের কন্যা তন্বী ও ভাগিনী আনিকা। তারা দুজনেই ৮ বছর বয়সী শিশু কন্যা।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্তুপাকারে রাখা বালুর পানিতে দিঘির মতো সৃষ্টি হয়েছে। সেখানে
শুক্রবার বেলা ১ টার দিকে ৩/৪ জন শিশু খেলাধুলা করতে যায়, কিছু সময় পরে প্রতিবেশী শিশু কন্যা তানিয়া স্বজনদের খবর দেয়। এ সময় তারা আরো জানান, স্থানীয় প্রভাবশালী জনৈক আঃ খালেক ও আঃ লতিফের নেতৃত্বে ঘনবসতিপূর্ণ স্থানে ব্যবসার উদ্দেশ্যে বালু স্তুপ করে রাখে। বালু নিংড়ানো পানিতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি পদক্ষেপ আশা করেন। ঘটনাস্থল পরিদর্শন কালে কাজিপুর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।