কাজিপুরে শিক্ষক দিবস পালিত
সিরাজগঞ্জের কাজিপুরে শিক্ষক দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু”।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষকদের দায়িত্ব অপরিসীম। বক্তব্যে তিনি মহান পেশার প্রতি শ্রদ্ধা জানান।
শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।
আরো বক্তব্য রাখেন, উপজেলা আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, সরকারি মুনসুর আলী কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, আমিনা মনসুর কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির কাজিপুর উপজেলা শাখার সভাপতি মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি এম আতিকুর রহমান নান্নু, সাধারণ সম্পাদক মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু প্রমূখ।