বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়িমারী স্থলবন্দরে ট্রাক ট্রাংলরী থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি মাসুদ খন্দকারের বাসায় হামলার প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সন্ত্রাস ও চাঁদাবাজির কোন দল নেই,জিএমপি কমিশনার কোনাবাড়িতে ছাইয়েদুল আলম বাবুল এর ৬৩তম জন্মদিন পালন কাজিপুরে কৃষকের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত  একই পদে দুই শিক্ষক নিয়োগ দুদকের জালে ফেঁসে যাচ্ছেন প্রধান শিক্ষক! ভাঙ্গুড়ায় গাঁজা সেবন করায় ৬ মাসের কারাদণ্ড ‎ঠাকুরগাঁওয়ে শুরু হচ্ছে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট বেড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু সলঙ্গায় একই দিনে পৃথকস্থানে দুই জনের আত্মহত্যা

কাজিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ শিক্ষকের কোচিং সেন্টারে!

রিপোর্টারের নাম : / ৩১০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের বেঞ্চ দীর্ঘদিন ধরে নিজস্ব কোচিং সেন্টারে ব্যবহারের অভিযোগ উঠে। এবং সরেজমিনে সাংবাদিকেরা প্রশ্ন তুললে তৎক্ষণাৎ ঐ শিক্ষক বিদ্যালয়ে বেঞ্চ পাঠিয়ে দেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। জনমনে প্রশ্ন।

জানা যায়, উপজেলার বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম রেজা প্রায় একবছরের অধিক সময় ধরে বিদ্যালয়ের ৯ জোড়া বেঞ্চ (লোহার এঙ্গেলস ও কাঠ দিয়ে তৈরি) নিজ দখলে রেখে বিদ্যালয় পার্শ্ববর্তী একটি গোডাউন ঘরে নিজস্ব কোচিং সেন্টারে ব্যবহার করে আসছিলেন। মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি সকালে সরেজমিনে এ ঘটনার সত্যতা মিমলে সহকারী শিক্ষক শামীম স্বীকারোক্তিসহ বলেন, প্রায় এক বছর যাবত ব্যবহার করে আসছি, বিষয়টি পুরাতন এবং নতুন প্রধান শিক্ষক অবগত আছেন, বেঞ্চ বিদ্যালয়ে পাঠিয়ে দেয়া হবে।

উল্লেখিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা সিদ্দিকা বলেন, জানতাম না, তবে কিছুক্ষণ আগে বেঞ্চ ফেরত পাঠিয়েছে। কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান বলেন, এ ধরনের কাজের কোনো সুযোগ নেই, তদন্তে ঘটনার সত্যতা মিমলে ঐ সহকারী শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ঐ শিক্ষকের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর