কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ
গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সিরাজগঞ্জের কাজিপুরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রার্থীদের উপস্থিতিতে ২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম প্রতীক বরাদ্দ দেন।
এ সময় নির্বাচনে অংশগ্রহণকারী তিন জন চেয়ারম্যান পদপ্রার্থী, তিন জন ভাইস চেয়ারম্যান ও পাঁচ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে মাইজবাড়ির বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (দোয়াত কলম), গান্ধাইল গ্ৰামের আশরাফুল আলম (ঘোড়া) ও সদ্য বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান তেকানী ইউনিয়নের খলিলুর রহমান (আনারস) প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নাটুয়ারপাড়া ইউনিয়নের শাহীনুল ইসলাম শাহীন (মাইক), কাজিপুর সদরের সাইফুল ইসলাম (টিয়াপাখি) ও সোনামুখীর সেলিম হোসেন (তালা)। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রৌহাবাড়ির জান্নাতুল ফেরদৌস (ফুটবল), পশ্চিম দুবলাইয়ের জুলেখা খাতুন (বৈদ্যুতিক পাখা), নাটুয়ারপাড়ার বিলকিছ খাতুন (কলস), সদ্য বিদায়ী ভাইস চেয়ারম্যান রৌহাবাড়ির শাপলা খাতুন (পদ্মফুল) ও উত্তর রেহাইশুড়িবেড়ের সুলতানা হক (হাঁস) প্রতীক পেয়েছেন।
কাজিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তিন জন করে ছয় জন এবং মহিলা ভাই চেয়ারম্যান পদে পাঁচ জন সহ মোট এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৮মে। অংশগ্রহণকারী সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।