কাজিপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কর্তব্যরত গণমাধ্যম কর্মীদের সংগঠন “কাজিপুর প্রেসক্লাব”র পরিচালনা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ৩ অক্টোবর সকালে জেলা পরিষদ ডাক বাংলা কাজিপুরের হলরুমে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। দৈনিক ভোরের কাগজ পত্রিকার কাজিপুর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দৈনিক খোলা কাগজ এবং দৈনিক জয়সাগর পত্রিকার প্রতিনিধি আব্দুস সোবহান চান আহ্বায়ক, দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার জহুরুল ইসলাম যুগ্ন আহ্বায়ক এবং দৈনিক ঢাকা পত্রিকার প্রতিনিধি আব্দুর রহিম সদস্য সচিব মনোনিত হন। মনোনিত আহ্বায়ক কমিটি আগামী ১৫ কার্য দিবসের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠনে যাবতীয় ব্যবস্থা গ্ৰহণ করবেন।
এ সময় কাজিপূরে কর্তব্যরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০১৯ সালের ডিসেম্বরে নির্বাচিত পরিচালনা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে।