কুটির শিল্প মেলার আড়ালে চলতো জুয়া, মধ্য রাতে বন্ধ করে দিলো পুলিশ

হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলার আড়ালে লটারি জুয়া চলায় বৃহস্পতিবার মধ্য রাতে মেলাটি বন্ধ করে দেয় গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ। মেলা বন্ধের খবর মূহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
গত ১৮ এপ্রিল গাজীপুর মহানগরের কোনাবাড়ী
বাইমাইল এলাকায় সিরামিক মাঠে হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়।
হস্ত কুটির শিল্প বাণিজ্য মেলার নামে অনুমতি নিলেও এ মেলায় হস্ত কুটির শিল্পের কোন পণ্য নেই।
স্থানীয়দের অভিযোগ এ মেলায় হস্ত কুটির শিল্পের ছিলোনা কোন স্টল। স্থানীয় বিএনপি নেতাদের ম্যানেজ করে লটারীর নামে চালানো হতো জুয়া। লটারীতে লোভনীয় পুরস্কারের চমক দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো এ চক্রটি।