সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বিএনপি’র নেতার বিরুদ্ধে দোকান ভাংচুরের অভিযোগ জয়পুরহাটে রুটি বানানোর কারিগরের রডের আঘাতে ওয়েটারের মৃত্যু সোনারবাংলা ইয়ুথ ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত যশোার সরকারি মুরগি খামারে বার্ডফ্লু শনাক্ত হওয়ায় সর্বত্র সতর্কতা ভাঙ্গুড়ায় বৃদ্ধকে পিঠে ছুরি বসিয়ে দিল যুবক বেনাপোলে ঈদে আমদানি বন্ধ থাকায় ফলের দাম বেড়েছে ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু কুড়িগ্রামের চিলমারি ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নানে লাখো পূর্ণার্থীর ভিড় সুজানগরে ঘুরতে গিয়ে পদ্মা নদীতে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু সুন্দরগঞ্জে বরপক্ষকে ঠান্ডা ভাত দেয়ায় সংঘর্ষ ভাংচুর

কুড়িগ্রামের চিলমারি ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নানে লাখো পূর্ণার্থীর ভিড়

রিপোর্টারের নাম : / ৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

মোঃ বুলবুল ইসলাম কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমির স্নান শুরু হয়েছে। অষ্টমি স্নানের লগ্ন ভোর ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।এই স্নানকে ঘিরে লাখো পূর্ণার্থীর ভীড় জমেছে। 

চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোছনের জন্য প্রতিবছর ব্রহ্মপুত্র নদে পূণ্যস্নান সম্পন্ন করেন।

আয়োজকরা জানান, এবার পুণ্য স্নানে প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে। চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা বন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। 

স্নান উৎসবে রংপুর বিভাগের ৮ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পূর্নাথীরা একদিন আগেই চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নেয়।

আগত পূণ্যার্থীদের থাকার জন্য উপজেলার প্রায় ২২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। এছাড়াও পূণ্যার্থীদের স্নান পরবর্তী পোশাক পরিবর্তনের জন্য এবং রাত্রী যাপনের জন্য ৪৪টি অস্থায়ী বুথ করা হয়েছে। পূণ্যার্থীদের পূজাপর্বের জন্য প্রায় দুই শতাধিক ব্রাহ্মণ পূজারি দায়িত্ব পালন করেন।

অষ্টমী স্নান নির্দ্বিগ্ন করতে পুলিশের পাশাপাশি 

কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েতের নেতৃত্বে ভোর ৪ টা থেকে সেনাবাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত আছে। ক্যাম্প কমান্ডার ক্যাপটেন সাফায়াত বলেন সনাতন ধর্মাল্বিদের পূর্ণস্নান নির্ভীগ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

পুলিশের বিভিন্ন পদের ১৮১ জন সদস্য ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগন নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

 চিলমারী মডেল থানা অফিসার ইনচার্জ মুশাহেদ খান জানান অষ্টমীর স্নান সফল করার লক্ষ্যে ১ শত ৮১ জন অফিসার ফোস মোতায়েন রয়েছে । পাশাপাশি সেনাবাহিনী, ডিবি, ডিএসবি,আনসার, এনএস আই, গ্রাম পুলিশের টহল জোরদার রয়েছে।এখনও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, স্নানের শেষ পর্যন্ত  যাতে করে কোথাও কোন প্রকার অপীতিকর ঘটনা না ঘটে এজন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহ্ফুজুর রহমান বলেন, পুন্য স্নান নির্ভীগ্ন করতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, সনাতন ধর্মালম্বিদের পুন্য স্নান যাতে নির্ভীগন্ন ও উৎসব মুখর হয় এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ২ জন মেজিস্ট্রেট সহ সেনাবাহিনী, পুলিশ ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য নিয়োজিত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর