বুধবার, ০৭ মে ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‎ঠাকুরগাঁওয়ে শুরু হচ্ছে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট বেড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু সলঙ্গায় একই দিনে পৃথকস্থানে দুই জনের আত্মহত্যা বেড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই উল্লাপাড়ায় বিএনপি নেতাদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন বাল্যবিয়ের বলি স্কুল ছাত্রী আশামনি আইনি লড়াইয়ের নেই বিয়ের কাবিন! সলঙ্গায় ব্যবসায়ী পাওনা টাকা চাওয়ায় ভুক্তভোগী নামে আদালতে মামলা শার্শায় সেপ্টেম্বর অন যশোর রোড এর মনুমেন্ট উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার কুটির শিল্প মেলার আড়ালে চলতো জুয়া, মধ্য রাতে বন্ধ করে দিলো পুলিশ মে দিবসে একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সেবা প্রদান

কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা

রিপোর্টারের নাম : / ৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে সাংবাদিকের ব্যানারে ফ্যাসিস্টদের সংঘটিত করতে মাঠে নেমেছে একাত্তর টিভি এবং জনকণ্ঠের কুড়িগ্রাম প্রতিনিধি রাজু মোস্তাফিজ। ৫ আগস্ট পরবর্তী সময়েও আওয়ামীলীগ মদদপুষ্ট সাংবাদিক নামধারী ব্যক্তিদের অপতৎপরতায় যেকোন মহুর্তে কুড়িগ্রামকে অশান্ত করার আশঙ্কা করছে গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী নেতারা।

অনুসন্ধানে জানা গেছে, স্বৈরাচার আওয়ামীলীগের গত ১৭ বছরের সকল অবৈধ কাজকে বৈধতা দিয়েছেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি একাত্তর টিভি ও দৈনিক জনকন্ঠের কুড়িগ্রাম প্রতিনিধি রাজু মোস্তাফিজ ও সাধারণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল খালেক ফারুক। ৫ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলায় নিহত হয় বৈষম্যবিরোধী নেতা আসিকুর রহমান আসিক।

আলোচিত সেই হত্যাকান্ডের অন্যতম আসামী কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক। মামলার পর তিনি আত্মগোপনে চলে গেলে প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজকে দিয়ে গোপনে ফ্যাসিস্টদের সংঘটিত ও কুড়িগ্রামকে অশান্ত করতে নানা রকম ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসেবে ৫ আগস্ট পরবর্তীতে ফ্যাসিস্টদের মদদপুষ্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অপসারণে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন গড়ে তুললেও যার কোন সংবাদ প্রকাশ করেন নাই রাজু মোস্তফাফিজ। এতে সাংবাদিকদের পক্ষপাতিত্বমূলক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বৈষম্যবিরোধী নেতারা। প্রেসক্লাবের ভিতরেই ছাত্রজনতা এর প্রতিবাদ করলে জনসম্মুখে আওয়ামীলীগের পক্ষ নিয়ে বিতর্কে জড়ান প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

একাত্তর টিভি ও দৈনিক জনকন্ঠের কুড়িগ্রাম প্রতিনিধি রাজু মোস্তাফিজকে একাধিকবার ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে একাধিক গোয়েন্দা সংস্থা জানান, ‘ একাত্তর টিভি ও জনকন্ঠের কুড়িগ্রাম প্রতিনিধি রাজু মোস্তাফিজসহ আরো একাধিক ব্যক্তির বিরুদ্ধে ফ্যাসিস্টদের সাথে নিবিড় যোগাযোগ ও সংঘটিত করার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

এ ব্যাপারে কুড়িগ্রাম বৈষম্যবিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক সাদিকুর রহমান সাদিক বলেন, ‘চব্বিশের গণভ্যুত্থানের বিরোধিতাকারীরা ফ্যাসিস্টদের অপতৎপরতা বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি। এতো দিনেও কেন তাদেরকে আইনের আওতায় আনা হয়নি তা আমাদের বোধগম্য নয়’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর