কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে লাগা আগুন ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুরের কোনাবাড়িতে অগ্নিকান্ডে অন্ততত ১০টি ঝুটের গুদাম একটি হোটেল ও তিনটি মুদি দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ছে । ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ৩ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।
ফায়ার সাভির্স ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি বেলতলা এলাকার ইসরাফিলের ঝুটের গুদাম থেকে আগুনের সুত্রপাত হয় । মুহুর্তের মধ্যেই আগুন পাশের বাবুল , আনোয়ার , বুলবুলসহ কমপক্ষে ১০ টি গুদাম ও ৪ টি দোকানে ছড়িয়ে পড়ে । আগুনে পুড়ে যায় একটি হোটেল , তিনটি মুদি দোকান ও গুদামগুলো থাকা বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ঝুটের মালামাল । খবর পেয়ে জয়দেবপুর, কাশিমপুর ডিবিএল, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্থণ কাজ শুরু করে । প্রায় ৩ ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানায়, ফায়ার সার্ভিস কর্মীরা । তওব, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক
আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে । আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ।