খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।
সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং ইউনিয়ন আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল ৩ টায় খোকসাবাড়ী হর্টিকালচার সেন্টার হলরুমে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব কে,এম হোসেন আলী হাসান।
বিশেষ অতিথি বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার , সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম , সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সজল ।
উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন এবং অনুষ্ঠানের সঞ্চালনায় করেন, ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, খোকসাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার,কামরুল হাসান নিকি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফিরোজ মাহমুদ, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি আব্দুল খালেক, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছালীগের সভাপতি আল-আমিন তালুকদার সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ মুকুল সহ ৯টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি কে এম হোসেন আলী হাসান বক্তব্যে বলেন, আওয়ামী লীগকে সু সংগঠিত করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীকে বিজয়ী করতে এখন থেকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা জনগণ ভোটদের কাছে বলতে হবে।