শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

গাকৃবিতে অ্যাক্রেডিটেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

অ্যাক্রেডিটেশন মানদণ্ডের মাধ্যমে একাডেমিক উৎকর্ষ নিশ্চিতকল্পে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) “কোর্স ডকুমেন্টেশন এন্ড ফাইল কমপ্লায়েন্স” শিরোনামে তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ,কৃষি ও ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স এ তিন অনুষদের সামার ২০২৪ টার্মের স্ব-স্ব অনুষদের ১১০ জন কোর্স ইনস্ট্রাক্টরদের মাঝে এ প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী গতকাল ২০ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় আইকিউএসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের প্রথম দিনে ফিশারিজ অনুষদ, দ্বিতীয় দিনে কৃষি অনুষদ এবং সমাপনী দিনে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের কোর্স ইনস্ট্রাক্টরদের মাঝে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন উল্লেখিত তিনটি অনুষদের ডিন, পরিচালক (আইকিউএসি),অতিরিক্ত পরিচালক (আইকিউএসি) এবং তিনজন প্রফেসর।

স্পিকারগণ প্রশিক্ষণে স্ব-স্ব অংশে অ্যাক্রেডিটেশনের কোর্স ডকুমেন্টেশন বিষয়ক শিক্ষার পরিকল্পনা, কাঠামো, পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়া ও শিক্ষার্থীদের অর্জিত দক্ষতা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্যাদি এবং ফাইল কমপ্লায়েন্স বিষয়ক সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টেশন এবং তথ্য যথাযথভাবে সংরক্ষণ, প্রক্রিয়াকরণসহ কোর্স লার্নিং আউটকামস (সিএলও) অর্জন ও ভবিষ্যতের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণে স্পিকারের আলোচনার শেষে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রশিক্ষণার্থীদের উত্থাপিত নানা প্রশ্নের সাবলীল উত্তর প্রদান করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। আলোচনা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে কোর্স ডকুমেন্ট ফাইল তুলে দেন উপাচার্য। এ সময় সমাপনী বক্তব্যে উপাচার্য বলেন, অ্যাক্রেডিটেশনের মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক সেবা, গবেষণা কার্যক্রম ও তার গুণগতমান উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ
করে।

তাই এটি শিক্ষার্থীদের জন্য একটি গুণগতমানের শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে অত্যন্ত সহায়ক হবে যা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। একাডেমিক উৎকর্ষের জন্য বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় অ্যাক্রেডিটেশন সংস্থার প্রয়োজনীয় গাইডলাইন
অনুসরণপূর্বক স্বচ্ছতা এবং জবাবদিহিতার পরিবেশ তৈরি ও শিক্ষণ পদ্ধতির আধুনিকীকরণসহ শিক্ষার সার্বিক উন্নতি সাধন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি এবং বিশ্বব্যাপী স্বীকৃতি লাভে এ প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উপাচার্য বক্তব্যে উল্লেখ
করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর