শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

গাজায় গণহত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম : / ২০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

মোকছেদ আল মামুন (স্টাফ রিপোর্টার) গাইবান্ধা: ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে উপজেলা সর্বস্তরের ছাত্রজনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা জামে মসজিদের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগরীর সাবেক সভাপতি মাহমুদ হাসান, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি ওমর ফারুক রাহমানী, বাহিরগোলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, সুন্দরগঞ্জ পৌর শিবিরের সভাপতি নোমান আব্দুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, ‘গাজার নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বর হামলা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। শিশু, নারী ও বৃদ্ধসহ নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ববাসীকে এ গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

তারা আরও বলেন, ‘ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের ওপর দখলদারিত্ব ও নির্যাতন চালিয়ে আসছে। মুসলিম উম্মাহকে গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের এই নৃশংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

বক্তারা মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তারা যেন পারস্পরিক দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে জোরালো ভূমিকা রাখে। একইসঙ্গে আন্তর্জাতিক মহলকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর ও ফিলিস্তিনিদের প্রতি মানবিক সহায়তা বাড়ানোর পদক্ষেপ নিতে হবে।’

শেষে ফিলিস্তিনের নিরীহ জনগণের জন্য শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় অংশগ্রহণকারীরা গাজার জনগণের জন্য আল্লাহর রহমত কামনা করেন এবং তাদের ওপর চলমান নির্যাতন বন্ধের জন্য প্রার্থনা করেন। এতে বিভিন্ন স্তরের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর