গাজীপুরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন
কলমের বার্তা ডেক্স
গাজীপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও কোনাবাড়ি থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন খোকন।
তিনি বলেন,ঈদুল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌছে যায় তা হচ্ছে ‘সকলের তরে সকলে আমরা,এই মর্মবাণী মানসিক কদর্য, অন্যায়,
অবিচার ও নিষ্ঠুর সামাজিক অসাম্যকে অতিক্রম করে এক নিবিড় ভ্রাতৃত্ববোধের প্রেরণা জাগায়। আর এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য।
ঈদ আমাদের জাতীয় জীবনে সংস্কৃতির দ্যোতক, আবহমান কাল থেকে শুভেচ্ছা ও আনন্দের আদান-প্রদান।
ঈদুল ফিতরের দিনে আমি মহান আল্লাহর দরবারে মোনাজাত করবো আমার টেকনাফ পৌরসভার ০৮ নং ওয়ার্ডসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ,শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য।