গাজীপুরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফারজানা খানম মীম

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর ও কোনাবাড়ীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কোনাবাড়ী থানা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের শিল্প বিষয়ক সম্পাদক ও ৭ নং ওয়ার্ড বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মিসেস ফারজানা খানম মীম।
তিনি বলেন, ঈদুল ফিতর আত্মশুদ্ধি, সম্প্রীতি ও পারস্পরিক সুখ-সম্ভাগের উৎসব। এটি এমন একটি সময়, যখন মানুষ পরস্পরের সঙ্গে মিলিত হয়ে অতীতের ভুলত্রুটি ক্ষমা করে নতুনভাবে জীবন শুরু করে।
ইসলাম শান্তি, সহিষ্ণুতা ও মানবিক মূল্যবোধের ধর্ম—এ কথা উল্লেখ করে বার্তায় হিংসা-বিদ্বেষ পরিহার করে সাম্য ও সম্প্রীতির সমাজ গঠনের আহ্বান জানানো হয়। ঈদের এই পবিত্র অভিব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে সুখ-শান্তি বয়ে আনুক—এটাই সকলের কামনা।
এসময় তিনি বলেন,গাজীপুর কোনাবাড়ী যেহেতু শিল্প অঞ্চল এলাকা তাই সকল শ্রমিক ভাই বোনদের কোনাবাড়ী থানা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা শুভহোক সেই
প্রত্যাশায় সবাইকে জানাই ঈদ মোবারক।
পরিশেষে তিনি বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে দীর্ঘ আয়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন।