বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

গাজীপুরের কোনাবাড়ীতে অটো-চালককে গলাকেটে হত্যা 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ির বাঘিয়া এলাকায় এক অটো-চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে নগরীর ১১নং ওয়ার্ডের বারেক রোডে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত যুবকের নাম আমিনুল ইসলাম (২৬)। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জোড়বাড়িয়া স্কুলঘর এলাকার মৃত শাহা আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ি জোনের সিনিয়র  সহকারি পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়া।
নিহতের মা আয়েশা বলেন,আমার পুতের কারো
লগে শত্রুতা আছিননা। তারা কেরে আমার পুতে মারলো একথা বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
আমিনুলের বড় বোন সাহারা জানান, আমার ভাই পাঁচ হাজার টাকা ঋণ নিয়েছিল। সে গতকাল সন্ধ্যা রাতে বলেছিল কিস্তির ৫০০ টাকা দিতে না পারলে সমস্যা হবে। তিনি বলেন, আমার ভাইকে পূর্ব পরিকল্পিত হত্যা করা হয়েছে।
নিহত আমিনুল ইসলাম আমবাগ মধ্যপাড়া মসজিদ সংলগ্ন মোঃ বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতো। তার ছয় বছরের একটি ছেলে সন্তান ও রয়েছে। স্থানীয়রা জানান, রাতের বেলায় কে বা কারা আমিনুলকে ধারালো অস্ত্র দ্বারা জবাই করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)  কোনাবাড়ী জনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়া জানান, এ ঘটনায়  জিজ্ঞাসাবাদের জন্য সন্দেভাজন রানা এবং রোমান নামে দুইজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে।
তবে এ ঘটনার আসল রহস্য তদন্ত না করা পর্যন্ত বলা যাচ্ছেনা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর