গাজীপুরে প্রতারনা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে ওয়ালটন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন

ডিম্ট্রিবিউটর সাথে প্রতারনা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে ওয়ালটন হাইটেক ইন্ডাস্টিজ লিমিটেড কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা ।
বুধকার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলার ২ শতাধিক ডিস্ট্রিবিউটর অংশ দেন ।
তাদের অভিযোগ কতৃপক্ষ ৪৫ শতাংশ কমিশন দেয়ার কথা থাকলেও মাত্র ১৮ শতাংশ কমিশন দিয়েছে । বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলো হলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে । ইতেমধ্যে অজয় কুমার সাহা নামের এক ডিস্ট্রিবিউটর মিথ্যা মামলা দিয়ে গে্রফতার করা হয়েছে । দ্রুত তাকে মুক্তি দেয়ার দাবী জানানো হয় মানববন্ধনে । এছাড়া চুক্তি অনুযায়ী কমিশন দেয়ার দাবী করেন তারা ।