চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়া বাবু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজারের ব্যবসায়ী নয়ন সরকারের বাড়ি কাম ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়ার মামলার একমাত্র আসামী শিবলী রেজা বাবুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার সোনামুখী বাজার এলাকা থেকে জনগণের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে চাঁদা না দেওয়ায় গত শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে ওই ব্যবসায়ীর বসত ঘরের বাইরে থেকে তালা আটকিয়ে আগুল ধরিয়ে দেয় শিবলী রেজা ওরফে বাবু। এতে ১৫ লক্ষ টাকার অধিক মূল্যের মালামাল, বসত ঘর আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়।
পরদিন রবিবার বিকেলে বাবুকে আসামী করে কাজিপুর থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী নয়ন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়, এবং আসামী ধরতে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করে। কাজিপুর থানা পুলিশের ওসি নূরে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ইতোপূর্বে কাজিপুর থানায় চারটিসহ পাশ্ববর্তী ধুনট থানায় দুটি মামলা রয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।