চৌহালীতে দূর্গা পূর্জা উপলক্ষে জিআর চালের ডিও বিতরণ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ৯ টি পূজা মণ্ডপের জন্য জিআর চালের ডিও বিতরণ করা হয়েছে।
চৌহালী উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে ও পিআইও মোহাম্মদ মজনু মিয়ার সঞ্চালনে
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় ।
এসময় প্রধান অতিথি ছিলেন , সিরাজগঞ্জের অতিরিক্ত জেলাশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারক হোসেন, জেলা ত্রাণ কর্মকর্তা মো: আক্তারুজ্জামান ও উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন সরকার ৷
বিশেষ অতিথি ছিলেন, সদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ প্রমুখ। ৷
এদিকে দুর্গা পূজাকে ঘিরে মন্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে।’এসময়
উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকগন বক্তব্য রাখেন।