জন্মও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অবদানে শিয়ালকোল ইউপি’র চেয়ারম্যান সেলিম রেজা পেলেন স্মারক সম্মাননা
” নির্ভূল জন্ম নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব, এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার প্রশাসনের আয়োজনে, জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে ।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস,এম রকিবুল হোসেন।
এতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে সদর উপজেলার ইউনিয়ন পরিষদের জন্মও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক প্রদান করা হয় শিয়ালকোল ইউপি’র চেয়ারম্যান সেলিম রেজা কে এবং তারই ইউপি’র শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে পুরস্কার পেয়েছেন।
এসময় অনুষ্ঠানে সচিব অন্যান্যদের কর্মকর্তাকে পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ সহ কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী, মেছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ মাষ্টার, সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম সহ অন্যান্যরা এবং ইউপি সচিব গণ,ইউপির কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।