জয়পুরহাটে আহজ-এর কমিটি বিলুপ্ত ঘোষণা

জয়পুরহাটে ভেটেরিনারি ওষুধ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (আহজ)-এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২০ মার্চ) সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন।
সংগঠনের সভাপতি, আল-মদিনা ফার্মা লিমিটেডের এরিয়া ম্যানেজার রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক, ফার্মাভেট কোং লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার সাইফুল ইসলাম তাদের পদত্যাগপত্র রোভেনটা ভেট ফার্মার প্রতিনিধি রাইসুল ইসলামের কাছে বুঝিয়ে দেন।
কমিটি বিলুপ্তির কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও, অভ্যন্তরীণ মতবিরোধ ও সাংগঠনিক বিভিন্ন জটিলতাকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এবং নতুন কমিটি গঠনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে, দ্রুতই একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের আলোচনা চলছে বলে জানা গেছে।