জয়পুরহাটে জাকের পার্টির ঈদের নামাজ ও উন্মুক্ত খাবার পরিবেশন

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সালের নির্দেশনায় সারাদেশের ন্যায় জয়পুরহাটে ঈদের জামাত ও উন্মুক্ত খাবার পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১মার্চ) বেলা সাড়ে দশটায় শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এ ঈদের নামাজ ও উন্মুক্ত খাবার পরিবেশন করা হয়েছে।
রাজশাহী বিভাগীয় তালাবা ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা নাদিম মোহাম্মদের ইমামতিতে নামাজ আদায়ের পর বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরীর রওজা শরীফ জিয়ারত করা হয় এবং এরপর উন্মুক্ত খাবার পরিবেশন করা হয়।
ঈদের নামাজ ও খাবার পরিবেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাকের পার্টির সভাপতি সিরাজুল ইসলাম ফৌজদার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাঃ এস এম মোজাম্মেল হক, সংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতিবুল, কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সহ-সংগঠনিক সম্পাদক আবু শরীফ।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোঃ ইউসুফ আলী ও জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি বাবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।