বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‎ঠাকুরগাঁওয়ে শুরু হচ্ছে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট বেড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু সলঙ্গায় একই দিনে পৃথকস্থানে দুই জনের আত্মহত্যা বেড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই উল্লাপাড়ায় বিএনপি নেতাদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন বাল্যবিয়ের বলি স্কুল ছাত্রী আশামনি আইনি লড়াইয়ের নেই বিয়ের কাবিন! সলঙ্গায় ব্যবসায়ী পাওনা টাকা চাওয়ায় ভুক্তভোগী নামে আদালতে মামলা শার্শায় সেপ্টেম্বর অন যশোর রোড এর মনুমেন্ট উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার কুটির শিল্প মেলার আড়ালে চলতো জুয়া, মধ্য রাতে বন্ধ করে দিলো পুলিশ মে দিবসে একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সেবা প্রদান

জয়পুরহাটে রুটি বানানোর কারিগরের রডের আঘাতে ওয়েটারের মৃত্যু

রিপোর্টারের নাম : / ৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট শহরের নতুন হাট এলাকায় পরিচালিত কুসুম সুইটস এর তন্দুর রুটি বানানোর কারিগরের রডের আঘাতে হোটেলের ওয়েটার জাহিদ হাসানের মৃত্যুর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত শাহীন মিয়াকে আটক করেছে পুলিশ।

রোববার (০৬ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটলেও দুপুর আড়াইটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে তার মৃত্যু হয়।

নিহত জাহিদ হাসান ফরিদপুরের নগর কান্দা উপজেলার রামগঞ্জ গ্রামের ইসাহাক মোল্লার ছেলে।

কুসুম সুইটস এর ম্যনেজার (ব্যবস্থাপক) ফরহাদ হোসেন জানান, আজ সকালে তন্দুর রুটির কারিগর নাসিমের সাথে পরোটা তৈরীর কারিগর শাহীনের বাকবিতন্ডা হয়। এ সময় ওয়েটার জাহিদ হাসান তাদের ঝগড়া মিটমাট করতে গেলে শাহীন তাকে রুটি বানানোর বেলান দিয়ে আঘাত করে। পরে আবারো তিনি একটি রড দিয়ে মাথায় সজোরে আঘাত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

কুসুম সুইটস এর স্বত্তাধিকারী নতুন হাট দেওয়ান পাড়ার বাসিন্দা নূরজাহান হ্যাপি জানান, জাহিদ হাসান একজন অত্যন্ত ভাল ছেলে। তিনি আমাদের হোটেলে প্রায় ৩ বৎসর ধরে ওয়েটারের কাজ করছেন। আজ সকালে ঘটনাটি ঘটার পরপরই শাহীনকে আটক করে রাখি। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন-নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। তারা জয়পুরহাটে আসলেই একটি হত্যা মামলা দায়ের করা হবে। তবে এ ঘটনায় ইতোমধ্যেই অভিযুক্ত শাহীনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর