জরুন কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী থানাধীন জরুন কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বাদ আছর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রিপন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালক মোঃ ফারুক হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ শাহজাহান পাঠান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মিজানুর রহমান (মাজু),৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন মিয়া,সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জহিরুল ইসলাম জহির,মোঃ সেলিম পাঠান, ব্যারিস্টার মোঃ জাহিদ পাঠান বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও এলাকার মুরব্বিরা।
আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জরুন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম। পরে মাদ্রাসার ছাত্র ও এলাকার স্থানীয় বাসিন্দাদের নিয়ে এক সঙ্গে ইফতার করেন অতিথিরা।