শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ‎ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, ঠাকুরগাঁও সীমান্তে ১০ জন আটক বুড়িমারী স্থলবন্দরে ট্রাক ট্রাংলরী থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি মাসুদ খন্দকারের বাসায় হামলার প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সন্ত্রাস ও চাঁদাবাজির কোন দল নেই,জিএমপি কমিশনার কোনাবাড়িতে ছাইয়েদুল আলম বাবুল এর ৬৩তম জন্মদিন পালন কাজিপুরে কৃষকের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত  একই পদে দুই শিক্ষক নিয়োগ দুদকের জালে ফেঁসে যাচ্ছেন প্রধান শিক্ষক! ভাঙ্গুড়ায় গাঁজা সেবন করায় ৬ মাসের কারাদণ্ড ‎ঠাকুরগাঁওয়ে শুরু হচ্ছে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

জামিয়া উসমান গণী (রা.) মাদরাসার শিক্ষার্থীদের বিভাগীয় কৃতিত্ব

রিপোর্টারের নাম : / ৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৮ মার্চ, ২০২৫

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি:নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ পরিচালিত তৃতীয় শ্রেণির ১৮তম সমাপনী পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে অসাধারণ ফলাফল অর্জন করেছে জামিয়া উসমান গণী (রা.) ক্বওমী মাদরাসার শিক্ষার্থীরা। কঠোর পরিশ্রম ও নিবেদিতপ্রাণ শিক্ষকদের তত্ত্বাবধানে এই মাদরাসার ছাত্ররা সেরা ২০ জনের মধ্যে স্থান অর্জন করেছে।

এবারের পরীক্ষায় মো. তায়্যিব মিয়া ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে ৪র্থ অর্জন করেছে, সিফাত উল্লাহ ১২তম, এবং বায়জিদ বুস্তামি ১৫তম স্থান অর্জন করে নিয়েছে। তাদের এই সাফল্য প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও সুনামের প্রতিফলন বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষকরা।

আজ ৮ মার্চ শনিবার মাদরাসার হলরুমে সফল শিক্ষার্থীদের এই কৃতিত্বকে স্বীকৃতি জানাতে মাদরাসা কর্তৃপক্ষ বিশেষ সংবর্ধনার আয়োজন করে। এসময় বোর্ড কর্তৃক প্রদত্ত ক্রেস্ট আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেন মাদরাসার পরিচালক মুফতি জাহিদুল ইসলাম ।

মাদরাসার পরিচালক মুফতি জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। আমরা শুধু পড়াশোনা নয়, চরিত্র গঠনের ওপরও জোর দিচ্ছি, যাতে তারা একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে।

এই গৌরবময় অর্জনের পেছনে ছিল শিক্ষার্থীদের একাগ্র প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস পরিশ্রম। জামিয়া উসমান গণী (রা.) মাদরাসার শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও গাইডলাইনের কারণেই শিক্ষার্থীরা আজ এই সম্মান অর্জন করতে পেরেছে বলে মনে করেন মাদরাসার পরিচালক, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। এই সাফল্যের নেপথ্যে যাঁরা ছিলেন, শিক্ষক এস এম শাহীরুল ইসলাম, মো. রমজান আলী, হাফেজ মো. রহমত উল্লাহ, হাফেজ মো. আবু নাঈম, হাফেজ মো. ফাহাদ মিয়া ও মো. আনোয়ারুল কবির রিয়াদ।

শিক্ষকরা বলেন, আমরা শিক্ষার্থীদের কুরআনী জ্ঞান ও নৈতিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলতে কাজ করছি। আমাদের ছাত্রদের এই ধারাবাহিকতা ধরে রাখতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।

জামিয়া উসমান গণী (রা.) মাদরাসার এই গৌরবময় সাফল্য প্রতিষ্ঠানটির প্রতি অভিভাবকদের আস্থা আরও দৃঢ় করেছে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় এই মাদরাসা আগামী দিনেও উজ্জ্বল ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর