জেলা পরিষদ নির্বাচনে তাড়াশে সাধারণ সদস্য প্রার্থী শরিফুল ইসলাম বিজয়ী
সুন্দর ও সুষ্ঠ পরিবেশে সিরাজগঞ্জের তাড়াশে জেলা পরিষদ নির্বাচনে সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী শরিফুল ইসলাম তাজফুল (বৈদ্যুতিক পাখা প্রতিক) বেসরকারীভাবে বিজয়ী হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ৫নং ওর্য়াডের ভোট গ্রহন অনুষ্ঠিত
হয়।
তাড়াশ উপজেলা নিবার্চন অফিসার উজ্জল কুমার রায় জানান, সাধাণ সদস্য পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এরমধ্যে শরিফুল ইসলাম তাজফুল ৫৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধি সিরাজ সরকার পেয়েছেন ৪০ ভোট ।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক সুন্দর ও সুষ্ঠভাবে ভোট প্রদান নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র্যাব-পুলিশসহ পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন ছিল।
উল্লেখ্য, তাড়াশ উপজেলা আট ইউনিয়নের মোট ১০৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।