টঙ্গীতে নৌকার পক্ষে তরিকা পন্থী ঐক্য পরিষদের উঠান বৈঠক

গাজীপুর টঙ্গীতে গাজীপুর ২ আসনে নৌকার মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম পিকে বিজয়ী করতে তরিকা পন্থী ঐক্য পরিষদের উদ্যোগে উঠান বৈঠক পালিত হয়েছে।
রবিবার ১০ তারিখ রাতে ২ নং ব্লক যুবলীগের সভাপতি মুলহাস মৃধার সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মুক্তার হোসেন খলিফার সঞ্চালনায় টি ডি এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল ভবনে উক্ত উঠান বৈঠক পালিত হয়েছে।
এ সময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ৪৯ নং ওয়ার্ড এলাকার সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন শেখ,বীর মুক্তি যোদ্ধা সিরাজ মিয়া, ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহু সিকদার প্রমুখ।
উক্ত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাইজভান্ডার শরীফ,আহলা তরিকতে মাওলা গ্রুপ, আটরশি, শম্ভুগঞ্জ, সুরেশ্বর, মুসা বিয়া, চন্দ্রপাড়া, হরযত সোলেমান শাহ লেংটা, হযরত শাহ চিশতী, আজগর শাহ চিশতী দোহার, শাহালাল ফকির, ফসি পাগলার দরবার এর লোকজন।
বৈঠক শেষে মিলাদ দোয়া এবং সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।