ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মো: আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন।
এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ,ঠাকুরগাঁও জেলা বিএনপি সহ সভাপতি ও টুর্নামেন্টের আহ্বায়ক নূর-এ শাহাদাৎ স্বজন,জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন,পৌর বিএনপির সভাপতি ও টুর্নাামেন্টের সদস্য সচিব শরিফুল ইসলাম শরিফ,প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু প্রমূখ।
মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ১৬টি টিম অংশ নেয়।